উত্তর : সফর অবস্থায় ছিয়াম রাখতে পারে। আবার ইচ্ছা করলে ছাড়তেও পারে। হামযা ইবনু আমর আল-আসলামী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! সফরের অবস্থায় ছিয়াম পালনের ক্ষমতা আমার রয়েছে। এ সময় ছিয়াম পালন করলে আমার কোনো গুনাহ হবে কি? তিনি বললেন, এটা আল্লাহর পক্ষ হতে এক বিশেষ অবকাশ, যে তা গ্রহণ করবে, তা তার জন্য উত্তম। আর যদি কেউ ছিয়াম পালন করতে চায়, তবে তার কোনো গুনাহ হবে না। অপর বর্ণনায় তিনি আরো বলেন, যদি তোমার ইচ্ছা হয় তবে ছওম পালন করো, আর যদি ইচ্ছা হয় তবে ছওম ছেড়ে দাও (ছহীহ মুসলিম, হা/১১২১)।
আক্বিমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।