কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): কোনো ব্যক্তি অসুস্থ হলে তার পক্ষ থেকে ফকির-মিসকীনের জন্য খাবারের ব্যবস্থা করা যাবে কি?

উত্তর: অসুস্থ ব্যক্তিকে উপলক্ষ্য করে তার সুস্থতার জন্য ফকির-মিসকীনদের জন্য খাবারের ব্যবস্থা করা যাবে না। তবে অসুস্থ ব্যক্তির জন্য দান-ছাদাকা করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, دَاوُوْا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ ‘তোমরা ছাদাকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো’ (ছহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৭৪৪; বায়হাকী, হা/৬৫৯৩)। হাদীছে এসেছে, ‘ছাদাকা আল্লাহর ক্রোধ নিবারণ করে দেয়’ (তিরমিযী, হা/৬৬৪)।

প্রশ্নকারী : আবূ সোয়াইব

গাইবান্ধা।

Magazine