কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : ক্বিয়ামতের দিন পৃথিবী ধ্বংস হওয়ার সাথে অন্য সব গ্রহও কি ধ্বংস হবে?

উত্তর : হ্যাঁ, পৃথিবীসহ মহাবিশ্বের যা কিছু আছে সবকিছুই ক্বিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ‘পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল, কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা (সত্তা)- যিনি মহীয়ান, গরীয়ান’ (আর-রহমান, ৫৫/২৬, ২৭)। তিনি আরো বলেন, ‘সবকিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ব্যতীত’ (আল-ক্বাছাছ, ২৮/৮৮)। তিনি বলেন, ’যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। যখন তারকাগুলো খসে পড়বে’ (আত-তাকবীর, ৮১/১, ২)। তিনি বলেন, যখন আসমান চুর্ণ-বিচুর্ণ হবে। যখন তারকা সব ঝরে পড়বে’ (আল-ইনফিতার, ৮২/১, ২)।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine