উত্তর : হ্যাঁ, এ মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ। হাদীছটি হলো,
.عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَدَّ فُرْجَةً فِي صَفٍّ رَفَعَهُ اللهُ بِهَا دَرَجَةً أَوْ بَنَى لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ
আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ‘যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে তার বিনিময়ে মহান আল্লাহ তা‘আলা তার জন্য একটি মর্যাদা বৃদ্ধি করবেন অথবা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন (ত্ববারানী, আল মু‘জামুল আওসাত্ব, হা/৫৭৯৫; মুসান্নাফ ইবনে আবী শায়বাহ, হা/৩৮২৪, সনদ সহীহ; সিলসিলা ছহীহাহ, হা/১৮৯২)।
প্রশ্নকারী : আতাউল্লাহ
সাহেব বাজার, রাজশাহী।
