উত্তর: মেয়ের বাড়িতে হোক অথবা নিজ বাড়িতে নিয়ে এসেই হোক, যেকোনো এক জায়গাতে পড়লেই হবে (ইবনু মাজাহ, হা/১৯১৮; আদাবুয যিফাফ, আলবানী, ৯২ পৃ.)। দুআটি হলো, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا، وَخَيْرِ مَا جُبِلَتْ عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট এর মধ্যে নিহিত কল্যাণ প্রার্থনা করি এবং যে কল্যাণ এর মধ্যে গচ্ছিত রাখা হয়েছে। আমি আপনার নিকট এর অনিষ্ট হতে এবং যে অনিষ্টসহ একে সৃষ্টি করা হয়েছে তা হতে আশ্রয় চাই।
প্রশ্নকারী : সোহান
পার্বতীপুর, দিনাজপুর।