কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : প্রভিডেন্ট-এর টাকা ও ব্যাংক থেকে প্রাপ্ত অন্যান্য টাকা দিয়ে ব্যবসায় করা হালাল হবে কি? উল্লেখ্য যে, পরবর্তীতে লভ্যাংশ থেকে প্রাপ্ত সূদের অংশ বিনা ছওয়াবে গরীব-মিসকীনদেরকে দিয়ে দেওয়ার নিয়্যাত আছে।

উত্তর : প্রভিডেন্ট-এর টাকা ও অন্যান্য যে কোন টাকা সূদমুক্ত হলে তা দিয়ে ব্যবসায় করা যাবে। ব্যাংকের টাকা সূদমুক্ত না হলে সে অর্থ দিয়ে ব্যবসায় বৈধ হবে না। যদিও সূদ গ্রহণ করে পরবর্তীতে তা থেকে প্রাপ্ত লভ্যাংশ কাউকে দান করা হয়। কেননা সূদ স্পষ্ট হারাম (বাক্বারাহ, ২৭৫)। তাছাড়া হালাল অর্থের সাথে অবৈধ অর্থ মিশ্রিত করলে তাও সম্পূর্ণ হারাম হয়ে যায়। যা করতে আল্লাহ তা‘আলা নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, ‘হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্ত্ত হতে আহার কর ও সৎকর্ম কর; তোমরা যা কর সে সম্বন্ধে আমি অবগত (মুমিনূন, ৫১)।

প্রশ্নকারী : জাহিদ

লালপুর, নাটোর।


Magazine