কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : মাঠের একপাশে মসজিদ এবং অপর পাশে মাদরাসা। জুমআর দিনে কি মহিলারা ঐ মাদরাসায় অবস্থান করে মসজিদের জুমআর অনুসরণ করে ছালাত আদায় করতে পারে?

উত্তর : হ্যাঁ, পারে। কেননা কেউ যদি মসজিদের বাইরে কোনো ঘরে বা হুজরায় ইমামের ইক্বতিদা করে ছালাত আদায় করে, তাহলে তার ছালাত আদায় হয়ে যাবে। এ মর্মে ইমাম বুখারী রহিমাহুল্লাহ ‘ইমাম বা মুক্তাদির মাঝে দেওয়াল বা সুতরা থাকলে’ শিরোনামে অধ্যায় রচনা করে বলেন, হাসান বছরী রহিমাহুল্লাহ বলেছেন, তোমার এবং ইমামের মধ্যে একটি নদী থাকলেও ইমামের ইক্বতিদা করাতে কোনো সমস্যা নাই। আবূ মিরজাম রহিমাহুল্লাহ বলেছেন, যদি ইমামের তাকবীর শোনা যায়, তাহলে ইমাম ও মুক্তাদির মধ্যে রাস্তা বা দেওয়াল থাকলেও ইক্বতিদা করা যায়। তারপর ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাদীছ উল্লেখ করে বলেন, আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তাতে বলা হয়েছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিজ কামরায় রাতের ছালাত আদায় করেছেন। আর ছাহাবীগণ দেয়ালের অন্য পাশে দাঁড়িয়ে তাঁর ইক্বতিদা করে তার সঙ্গে ছালাত আদায় করেছেন। (ছহীহ বুখারী, হা/৭২৯)।

প্রশ্নকারী : আবূ আব্দুল্লাহ

 ফুলপুর, ময়মনসিংহ।


Magazine