উত্তর: আল্লাহ তাআলা নূহ b-এর ব্যাপারে বলেন, إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا অর্থাৎ ‘নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা’ (বনী ইসরাঈল, ১৭/৩)। তিনি সর্বক্ষেত্রেই আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এ ব্যাপারে সালমান রাযিয়াল্লাহু আনহু বলেন, নূহ b যখন কোনো খাবার খেতেন কিংবা কোনো পোশাক পরতেন, তিনি আল্লাহর প্রশংসা করতেন তখন তাকে কৃতজ্ঞ বান্দা হিসাবে নাম দেওয়া হয় (শুআবুল ঈমান, হা/৪৪৭১; মুসতাদরাক আলাছ ছহীহাইন, হা/৩৪০৯)।
প্রশ্নকারী : রুফাইদা জান্নাত
দিনাজপুর।