কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): আমি একজন গার্মেন্টস স্টক লট ব্যাবসায়ী। আমি ইউরোপ, আমেরিকার বিভিন্ন ব্র্যান্ড এর কাপড় গার্মেন্টস থেকে কিনি এবং বঙ্গবাজার বিক্রি করি। আমার কাছে মেয়েদের টি-শার্ট, মেয়েদের হাফ প্যান্ট, ট্রাউজার ইত্যাদি থাকে। এগুলো কি বিক্রি করা যাবে?

উত্তর: মেয়েদের পোশাক ক্রয়-বিক্রয় করা যাবে কয়েকটি শর্তে- ১. কোনো মানুষ বা প্রাণীর ছবিযুক্ত পোশাক হওয়া যাবে না (ছহীহ বুখারী, হা/৫১৮১)। ২. দেহের অবয়ব দেখা যায়, এমন পাতলা বা আটোসাঁটো পোশাক হওয়া যাবে না (ছহীহ মুসলিম হা/২১২৮)। ৩. বিধর্মী ও বিজাতীয় পোশাক যাতে না হয়, যেমন- গেরুয়া রংয়ের হিন্দুদের ধর্মীয় পোশাক, নায়ক-নায়িকা ও গায়ক-গায়িকাদের পোশাক (আবূ দাঊদ, হা/৪০৩১)। ৪. অশ্লীলতা বা বেহায়াপনা প্রকাশ পায় এমন পোশাক। যেমন- টি-শার্ট, ট্রাউজার এগুলো পুরুষদের পোশাক আর পুরুষের পোশাক মহিলাদের পরা নিষিদ্ধ (ছহীহ বুখারী, হা/৫৮৮৫)। এগুলো মহিলারা পরার মাধ্যমে সমাজে অশ্লীলতা প্রকাশ পায়। পশ্চিমাদের সংস্কৃতিতে উদ্বুদ্ধ হয়ে মেয়েরা হাফ প্যান্ট পরে বাহিরে বের হয়, যা তাদের লজ্জাহীনতার প্রমাণ বহন করে। তাই মেয়েদের এগুলো বিক্রি করা যাবে না, করলে এতে অন্যায় কাজে সাহায্য করা হবে। আল্লাহ বলেন, ‘তোমরা সৎকর্ম ও আল্লাহভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী: মো. নূরে কাশেম খান

ঢাকা।


Magazine