কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : বিতর ছালাতের পরে নির্দিষ্ট কোনো দু‘আ আছে কি?

উত্তর : হ্যাঁ, বিতর ছালাতের পরে নির্দিষ্টভাবে নিম্নোক্ত দু‘আটি পড়া যায়। তা হলো, سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوْسِ ‘সুবহানাল মালিক্বিল কুদ্দূস’। এটি তিনবার পড়বে। তবে তৃতীয়বার পড়বে একটু উচ্চৈঃস্বরে। উবাই ইবনে কাব রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিতর ছালাতের সালাম ফিরাতেন, তখন বলতেন, ‘সুবহানাল মালিকিল কুদ্দূস’ (আবুদাঊদ, হা/১৪৩০; নাসাঈ, হা/১১৬৯; মিশকাত, হা/১২৭৪)। নাসাঈর অপর বর্ণনায় আছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (বিতরের) সালাম ফিরাতেন, তখন তিনবার বলতেন, ‘সুবহানাল মালিকিল কুদ্দূস’ এবং তৃতীয়বার স্বর উঁচু করতেন (নাসাঈ, হা/১৭৩২; মিশকাত, হা/১২৭৫)।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।

Magazine