কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): যোহর, আছর বা এশার ছালাতে এক রাকআত বা দুই রাকআত জামাআত পেলে ইমামের সালাম ফিরানোর পরে উঠে বাকী রাকআতে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে?

উত্তর: ইমামের সাথে মুছল্লী যে কয় রাকআত পাবে সেটি তার ছালাতের প্রথম অংশ আর যেগুলো ছুটে যাবে সেগুলো ছালাতের শেষের অংশ বলে গণ্য হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন ছালাতের ইক্বামত দেওয়া হবে, তখন তোমরা তাড়াহুড়া করে ছালাতে এসো না। বরং তোমরা হেঁটে শান্তভাবে এসো। অতঃপর ছালাতের যে অংশটুকু পাও তা আদায় করো এবং যে অংশটুকু ছুটে যায় তা পূর্ণ করো’ (ছহীহ বুখারী, হা/৯০৮; ছহীহ মুসলিম, হা/৬০২)। ক্বাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আলী রাযিয়াল্লাহু আনহুমা বলেছেন, তুমি ইমামের সাথে ছালাতের যে অংশ পাবে তা তোমার প্রথম ছালাত। সুতরাং ছালাতের যতটুকু ছুটে গেছে তা পূর্ণ করো (দারাকুতনী, হা/১৪৯৮; আস-সুনানুল কুবরা, বায়হাক্বী, হা/৩৬৩৩)। সুতরাং কোনো মুছল্লী জামাআতের সাথে এক রাকআত পেলে সে দ্বিতীয় রাকআতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়বে আর পরের দুই রাকআতে শুধু সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট হবে। জামাআতের সাথে দুই রাকআত পেলে, পরের দুই রাকআতে শুধু সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট হবে।

প্রশ্নকারী : মুসা

পাথরঘাটা, বরগুনা।


Magazine