কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : আক্বীকার গোশত ৭ দিন পরে খাওয়া যাবে কি?

উত্তর: আক্বীকার গোশত সাধারণ গোশতের ন্যায়। তাই ৭ দিন পরে খেলেও তাতে সমস্যা নেই। কারণ, এ ব্যাপারে কোনো নিষেধ আরোপিত হয়নি। বরং খাওয়ার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে (নাসাঈ, হা/৪৪৩১)। তাই আক্বীকার গোশত ৭ দিন পরেও খেতে পারে।

প্রশ্নকারী : মো. রাকিব সরদার

ঢাকা।

 

Magazine