উত্তর : যদি হায়েযের স্বাভাবিক দিনগুলোতে লাগাতার দুইদিন রক্ত এসে তৃতীয় দিন রক্ত বন্ধ হয়ে যায় আবার চতুর্থ দিন রক্ত আসে এবং এভাবে চলতে থাকে, তাহলে রক্ত বন্ধ হওয়াকেও হায়েয হিসেবে ধরতে হবে। এটা বলা যাবে না যে, হায়েয শেষ হয়েছে বরং হায়েয শেষ হয়েছে কি-না তা নির্ভর করে পবিত্রতার চিহ্নের উপর। আর তা হলো- সাদা আঠাল পদার্থ যা মহিলারা চিনে থাকে। মহিলারা আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর নিকট নেকড়া বা তুলায় ভর্তি থলে পাঠাত। তাতে হলুদ বর্ণের রক্ত লেগে থাকত। তারা তাতে ছালাত আদায় করা যাবে কি-না তা জিজ্ঞাসা করত। তিনি বলতেন, তোমরা তাড়াহুড়া করো না, তাতে সাদা আঠাল পদার্থ না দেখা পর্যন্ত (অপেক্ষা করো)। তিনি এটা দ্বারা হায়েয থেকে পবিত্র হওয়া বোঝাতেন (ছহীহ বুখারী, ২/৫৮)। সুতরাং হায়েয থেকে পবিত্র হওয়ার মাপকাঠি হলো সাদা আঠাল পদার্থ যা হায়েযের শেষ দিকে নির্গত হয়ে থাকে। এর আগ পর্যন্ত হায়েয হিসেবে গণ্য হবে। আর হায়েয অবস্থায় ছালাত আদায় করতে হবে না। আর তা দেখা গেলে গোসল করে পবিত্র হয়ে ছালাত আদায় করতে হবে।
প্রশ্নকারী : ইফফাত আরা
সদর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর