কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): কোনো ব্যক্তি যদি বারবার মিথ্যা কথা বলে সাহায্য চায় এবং এর ফলে যদি তার মিথ্যা বলার পরিমাণ বাড়তে থাকে, তাহলে তাকে সাহায্য করার বিধান কী? যেখানে সবাই জানে, সে মিথ্যা বলছে।

উত্তর: জরুরী প্রয়োজন ছাড়া মানুষের কাছে চাওয়া করা জায়েয নয় (ছহীহ মুসলিম, হা/১০৪৪)। কেননা কোনো সচ্ছল ব্যক্তির জন্য ছাদাক্বা নেওয়া বৈধ নয় (আবূ দাঊদ, হা/১৬৩৪; তিরমিযী, হা/৬৫২)। সুতরাং কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে অভাবগ্রস্থ হয়, তাহলে তাকে সাহায্য করতে হবে। আর যদি নিশ্চিতভাবেও জানা যায় যে, সে অভাবগ্রস্থ নয়, তবুও তাকে সাহায্য করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনি ভিক্ষুককে ধমক দিবেন না’ (আয-যুহা, ৯৩/১০)।

প্রশ্নকারী : সাদিয়া

ঢাকা।


Magazine