উত্তর : স্বামী স্ত্রীকে রাজঈ তালাক (প্রথম ও দ্বিতীয় তালাক) দিলে ইদ্দতকাল পর্যন্ত খোরপোষ দিবে (নাসাঈ, হা/৩৪০৩; ছহীহাহ, হা/১৭১১)। আর তৃতীয় তালাক হয়ে গেলে তাকে কোনো খোরপোষ দিতে হবে না (মুসলিম, হা/১৪৮০; মিশকাত, হা/৩৩২৪)। তবে স্ত্রী গর্ভবতী হলে সন্তান প্রসব করা পর্যন্ত স্বামীকে তার খোরপোষের ব্যবস্থা করতে হবে ও দুধ পান করালে তাকে উপযুক্ত মজুরী দিতে হবে (আত-ত্বালাক, ৬৫/৪)। অপর দিকে যে নারী খোলা করে নিয়েছে সে কোনো খোরপোষ পাবে না (ইবনু আবী শায়বাহ, হা/১৮৮১৪, ১৮৪৯৭)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
ঢাকা।