কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : জাবের রযিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি সা‘দ ইবনু মু‘আয রযিয়াল্লাহু আনহু-এর মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। এখানে আরশ কাঁপা বলতে কি বুঝানো হয়েছে?

উত্তরসা‘দ ইবনু মু‘আয রযিয়াল্লাহু আনহু-এর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল মর্মে হাদীছটি ছহীহ হাদীছ, যা ছহীহ বুখারী ও ছহীহ মুসলিমসহ আরো অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে (ছহীহ বুখারী, হা/৩৮০৩, ছহীহ মুসলিম, হা/২৪৬৬)। অন্য বর্ণনাতে

রয়েছে, সা‘দ ইবনু মু‘আযের মৃত্যুতে আল্লাহ তাআলার আনন্দিত হওয়ার কারণে তার আরশ কেঁপে উঠেছিল (সিলসিলা ছহীহা, হা/১২৮৮)। আল্লাহ তাআলার গুণাবলি সম্পর্কীত হাদীছগুলো ও গায়েবী বিষয়ক হাদীছগুলো যেভাবে বর্ণিত হয়েছে, সেভাবেই আমাদের বিশ্বাস করতে হবে। ওয়ালিদ ইবনু মুসলিম রহিমাহুল্লাহ বলেন, আমি আওযায়ী, ছাওরী, মালিক ইবনু আনাস ও লাইছ ইবনু সা‘দ রহিমাহুল্লাহ-কে আল্লাহর গুণাবলি সংক্রান্ত হাদীছগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তারা বলেছেন, সেগুলো যেভাবে বর্ণিত হয়েছে কোনো ধরনের তাফসীর ছাড়া সেভাবেই বিশ্বাস করো (আশ শারীআহ, ৩/১১৪৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যেটি একটি গায়েবী বিষয়। সুতরাং আমরা বিশ্বাস করি যে, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। কিন্তু কীভাবে হয়েছিল, এটি দিয়ে উদ্দেশ্য কী? এগুলো আমরা জানি না; বরং আমরা ঈমান আনি যে, আল্লাহর আরশ প্রকৃত অর্থেই কেঁপে উঠেছিল (শারহুস সুন্নাহ, ১৪/১৮০-১৮১, মাজমু ফাতাওয়া ইবনু তায়মিয়্যাহ, ৬/৫৫৪)।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।

Magazine