কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): আমি একটি জন্ম-নিয়ন্ত্রণ ঔষধ তৈরী কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং সেকশনে কর্মরত আছি। সরাসরি ঔষধ তৈরিতে আমি সম্পৃক্ত না। তবে ঔষধ তৈরির প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহ কাজে আমি জড়িত। এমতাবস্থায় আমি এই কাজের বিনিময়ে যে বেতন পাচ্ছি তা কি হারাম হবার সম্ভাবনা আছে?

উত্তর: জন্ম নিয়ন্ত্রন করা নিষিদ্ধ। ইসলামী শরীয়তে অধিক সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে (মুসনাদে আহমাদ, হা/১৩৫৯৪, ইবনু মাজাহ, হা/৪০২৮)। আল্লাহ তাআলা বলেন, “তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না (আল-ইসরা, ১৭/৩১, আল-আনআম, ৬/১৫১)।” বেশিরভাগ ক্ষেত্রেই দরিদ্রতার ভয়েই জন্মনিয়ন্ত্রণ করা হয়ে থাকে, যা ইসলামে অনুমোদিত নয়। তাই জন্মনিয়ন্ত্রণের ঔষধ তৈরি করা বা একাজে সহযোগিতা করাও কোনো মুমিনের জন্য উচিত হতে পারে না। কেননা, এতে অন্যায়ে সহযোগিতা করা হবে, যা নিষিদ্ধ (আল মায়েদা, ৫/২)। সুতরাং এমন কোম্পানিতে চাকুরি করা থেকে বিরত থাকতে হবে ।
প্রশ্নকারী : কামরুজ্জামান রনি

গাজীপুর, ঢাকা।


Magazine