কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : কুরবানী দেওয়া সুন্নাত নাকি ফরয? সামর্থ্য থাকার পরেও কেউ কুরবানী না করলে সে পাপী হবে কি?

উত্তর : কুরবানী দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকসকল! নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের ওপর প্রতি বছর কুরবানী করা কর্তব্য (আবূ দাউদ, হা/২৭৮৮, তিরমিযী, হা/১৫১৮)। তবে সামর্থ্য থাকার পরেও কেউ কুরবানী না করলে সে পাপী হবে না। আবু সারীহা (অর্থাৎ হুযায়ফা ইবনু উসাইদ আল-গিফারী) রযিয়াল্লাহু আনহু বলেন, আবুবকর এবং উমার রযিয়াল্লাহু আনহু সামর্থ থাকা সত্তেও তারা মাঝে মাঝে কুরবানী দিতেন না, লোকেরা তাদের অনুসরণ করে কুরবানী দেয়া যরূরী মনে করবে তাই’ (বায়হাক্বী, হা/৯/২৯৫; ইরওয়াউল গালীল, ৪/৩৫৫)। আবু মাসঊদ আল-আনছারী রযিয়াল্লাহু আনহু বলেছেন, ‘সামর্থ্য থাকার পরেও আমি কুরবানী দেয় না এই আশঙ্কায় যে, আমার প্রতিবেশীগণ হয়ত মনে করবে কুরবানী দেয়া আমার জন্য যরূরী’ (ইরওয়াউল গালীল, ৪/৩৫৫ পৃ.)।

প্রশ্নকারী : আয়নাল হক

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।


Magazine