উত্তর : হ্যাঁ; দু’আ করার পূর্বে দুরূদ না পড়া হলে বান্দার দু’আ আসমানে ঝুলন্ত থাকে মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ (তিরমিযী, হা/৪৮৬)। দু‘আ করার সঠিক পদ্ধতি হলো- ১. পাপ কাজ ছেড়ে আল্লাহর প্রতি ঈমান রেখে দু‘আ করা, ২. একনিষ্ঠতার সাথে দু’আ করা, ৩. আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে দু’আ করা, ৪. দু‘আর পূর্বে আল্লাহর প্রশংসা করা, ৫. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দুরূদ পড়া, ৬. কিবলামুখী হওয়া, ৭. হাত উত্তোলন করা, ৮. হাতের অভ্যন্তরীণ অংশ আকাশের দিকে হওয়া, ৯. দু‘আ কবুলের বিশ্বাস রাখা, ১০. আল্লাহর কাছে বেশি করে চাওয়া, ১১. দৃঢ়তার সাথে দু’আ করা, ১২. ভয় ও বিনয়ের সাথে দু‘আ করা, ১৩. হালাল খাওয়া ও পরিধান করা ও ১৪. দু‘আ নিম্নস্বরে করা। উক্ত নিয়মগুলো কুরআন হাদীছ দ্বারা প্রমাণিত (আল-আ’রাফ, ১৮০)।
প্রশ্নকারী : আব্দুল বাতেন
কোতোয়ালি, রংপুর।