কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): আমরা ৪ ভাইবোন, আমি সবার ছোট। আমার জন্মের সময় মা মারা যাওয়ার কারণে আমার দাদি, নানি, আপন বড় বোন, ভাবি, মামি, খালা, চাচি, ফুফুদের প্রত্যেকেই কমবেশি সময় ধরে আমাকে বুকের দুধ পান করিয়েছেন ২ বছর বয়স পর্যন্ত। পাঁচ বারের অধিক পূর্ণ দুধপান করিয়েছেন সকলেই। তাই ইসলামী শরীআহ মোতাবেক তারা সকলেই আমার দুধমাতা। এখন আমার বাকি দুই আপন বড় ভাই এবং বড় বোন কি চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো সম্পর্কীয় অন্য ভাই কিংবা বোনের সাথে বিবাহ বৈধ হবে?

উত্তর: এমন ক্ষেত্রে তাদের সাথে তার ভাইবোনের বিবাহ বৈধ। কেননা হুকুম তার উপর বর্তাবে, তার ভাইবোনের উপর নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের উপর হারাম করা হয়েছে... তোমাদের সে সব মাতাকে যারা তোমাদেরকে দুধপান করিয়েছে, তোমাদের দুধবোনদেরকে...’ (আন-নিসা, ৪/২৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জন্মসূত্রে যারা হারাম, দুধ সম্পর্কের কারণেও তারা হারাম’ (ছহীহ বুখারী, হা/৪৯৪১; ছহীহ ‍মুসলিম, হা/১৪৪৫)।

প্রশ্নকারী: অরণ্য

খুলনা।


Magazine