উত্তর: এমন ক্ষেত্রে তাদের সাথে তার ভাইবোনের বিবাহ বৈধ। কেননা হুকুম তার উপর বর্তাবে, তার ভাইবোনের উপর নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের উপর হারাম করা হয়েছে... তোমাদের সে সব মাতাকে যারা তোমাদেরকে দুধপান করিয়েছে, তোমাদের দুধবোনদেরকে...’ (আন-নিসা, ৪/২৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জন্মসূত্রে যারা হারাম, দুধ সম্পর্কের কারণেও তারা হারাম’ (ছহীহ বুখারী, হা/৪৯৪১; ছহীহ মুসলিম, হা/১৪৪৫)।
প্রশ্নকারী: অরণ্য
খুলনা।