কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথার চুল কেমন ছিল ?

উত্তরনবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথার ‍চুল ছিল মধ্যম ধরনের, যা খুব বেশী কোকড়ানোও ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথার চুল উভয় কানের মধ্যবর্তী স্থান পর্যন্ত পৌঁছত। অন্য বর্ণনায় আছে, তাঁর চুলগুলো উভয় কান ও কাঁধের মাঝামাঝিতে ছিল (ছহীহ বুখারী, হা/৩৫৪৮, ছহীহুল জামে, হা/৪৬৩৫) বারা ইবনে আযেব রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চুল তাঁর দু’কানের লতি পর্যন্ত পৌঁছত’ (ছহীহ বুখারী, হা/৩৬৫১)

প্রশ্নকারী : নজরুল ইসলাম

রাজশাহী।

Magazine