উত্তর : অমুসলিম বা বিদআতীদের বই যদি তাদের ভ্রষ্টতাকেন্দ্রিক হয় তাহলে বই বিক্রি করা যাবে না। কেননা এর মাধ্যমে অমুসলিমদের ভ্রষ্টতা ও বিদআতীদের বিদআত সমাজে ছড়িয়ে পড়বে। যার ফলে সেও সেই পাপের বোঝা বহন করবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে। এতে তাদের পাপরাশি সামান্য হালকা হবে না’ (ছহীহ মুসলিম, হা/২৬৭৪)। আর এটি ভ্রষ্টতা প্রচারে সহযোগিতা করার শামিল। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী : আসলাম হোসেন
নাটোর।