কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : রামাযানের ক্বাযা ছিয়াম পালন করার আগে কি শাওয়ালের ছয়টি ছিয়াম পালন করতে পারবে?

উত্তর : হ্যাঁ, রামাযানের ক্বাযা করার আগে শাওয়ালের ছয়টি ছিয়াম পালন করা যাবে। কেননা শাওয়াল মাস চলে গেলে আর শাওয়ালের ছিয়াম পালন করা যায় না। আর ক্বাযা ছিয়াম পালনের সময় থাকে পরের রামাযান পর্যন্ত। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের রামযানের ছিয়াম বাকী থাকত, আমি তা (পরবর্তী) শা‘বান ব্যতীত পূর্ণ করতে পারতাম না (ছহীহ বুখারী, হা/১৯৫০; ছহীহ মুসলিম, হা/১১৪৬)। তাই শাওয়ালের ছিয়াম পালনের পর অন্য মাসে ক্বাযা ছিয়াম পালন করা যাবে। সাধ্য থাকলে শাওয়াল মাসের মধ্যেই ক্বাযা ছিয়ামগুলো পালন করে বাকী দিনগুলোতে শাওয়ালের ছিয়াম রাখতে পারে।

প্রশ্নকারী : মুনতাসিম আরাফাত

ঢাকা।


Magazine