কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : অনেকে ১৫ শাবানের দিন ছিয়াম রাখে। ১৫ শাবানের দিন ছিয়াম রাখা যাবে কি?

উত্তরপনেরো শাবানের দিন ছিয়াম রাখার কোনো ভিত্তি নেই। বরং এ বিষয়ে একটি হাদীছ আছে যা নিতান্তই যঈফ (ইবনু মাজাহ, হা/১৩৮৮; মিশকাত, হা/১৪)। তবে কেউ যদি প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের ছিয়াম রাখতে অভ্যস্ত হয়ে থাকে, তাহলে সে তা আদায় করতে গিয়ে পনেরো তারিখের ছিয়াম রাখতে পারে। এতে কোনো বাধা-নিষেধ নাই।

প্রশ্নকারী : মোশাররোফ

নওগাঁ।

 

Magazine