কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : নাতনি বা পৌত্রীর সাথে কি তাদের নানা বা দাদার বিবাহ বৈধ?

উত্তর : নাতনী ও পৌত্রীর কাছে তাদের নানা ও দাদা পিতাস্বরূপ এবং নানা-দাদার কাছে তারা ‘কন্যা’ বা মেয়ে স্বরূপ। তাদের আপোসে বিবাহ বৈধ নয়। মহান আল্লাহ বলেছেন, ‘তোমাদের জন্য হারাম করা হয়েছে, তোমাদের মাতাগণ, কন্যাগণ’ (আন-নিসা, ৪/২৩)। এখানে কন্যা বলতে, নিজের কন্যাও অন্তর্ভুক্ত এবং নিজের ছেলের বা মেয়ের কন্যাও অন্তর্ভুক্ত। সুতরাং নাতনী বা পৌত্রীকে বিবাহ করা জয়েয নয়।

প্রশ্নকারী : আব্দুল জাব্বার

কুষ্টিয়া।


Magazine