উত্তর : না, এক্ষেত্রে রাশিচক্রের কোনো প্রভাব থাকে না। আর এমনটি করা মূলত গণকী। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো গণকের নিকট গেল এবং সে যা বলল তা বিশ্বাস করল, সে অবশ্যই মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর যা নাযিল করা হয়েছে তার সাথে কুফরী করল’ (ইবনু মাজাহ, হা/৬৩৯)। আবার অদৃশ্যের বিষয় সম্পূর্ণ আল্লাহর সাথে নির্দিষ্ট। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন! আল্লাহ ব্যতীত আসমানসমূহ ও যমীনে কেউ গায়েবের খবর জানে না’ (আন-নামল, ২৬/৬৫)। তাছাড়া কল্যাণকারী এবং অকল্যাণ প্রতিহতকারী একমাত্র আল্লাহই। সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করবে যে, রাশিচক্রের কোনো প্রভাব আছে, সে কুফরী করবে।
প্রশ্নকারী : আব্দুর রব
টাঙ্গাইল।