কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : বোবা ধরা সম্পর্কে ইসলাম কী বলে? আর এর ধর্মীয় চিকিৎসা কী?

উত্তর : বোবা ধরা স্বপ্নের অন্তর্ভুক্ত। স্বপ্ন ভালো খারাপ হতে পারে। খারাপ স্বপ্নেরই একটি দিক হলো বোবা ধরা। সুতরাং এমনটি হলে বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে, শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইবে এবং তার পার্শ্ব পরিবর্তন করবে। আর যদি তাতেও না হয়, তাহলে উঠে দুই রাকআত ছালাত আদায় করবে (ছহীহ মুসলিম, হা/২২৬১-২২৬২)।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।

Magazine