কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : ফরয হজ্জ আদায় না করে উমরা করা যাবে কি?

উত্তর : ফরয হজ্জ করার আগে উমরা করাতে শারঈ কোনো বাধা নেই। কারণ উমরা এর জন্য নির্ধারিত কোনো সময় নেই। যে কোনো সময় উমরা করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে উমরা করেছেন। আবার রামাযান মাসে উমরা করলে হজ্জের সমান নেকী হবে বলে তিনি জানিয়েছেন। তবে যাদের সামর্থ্য রয়েছে, তাদের উচিত হলো যত দ্রুত সম্ভব ফরয হজ্জ আদায় করা। কেননা সেটি ইসলামের স্তম্ভের অন্তর্ভুক্ত, যা পালন করা সামর্থ্যবান ব্যক্তিদের ওপর ফরয। আল্লাহ তাআলা বলেন, ‘আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ্জ করা তার জন্য অবশ্য কর্তব্য’ (আলে ইমরান, ৩/৯৭)। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি- ১. এ কথার সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মা‘বূদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ২. ছালাত কায়েম করা, ৩. যাকাত আদায় করা, ৪. হজ্জ সম্পাদন করা এবং ৫. রামাযানের ছিয়াম পালন করা’ (ছহীহ বুখারী, হা/৮; ছহীহ মুসলিম, হা/১৬)।

প্রশ্নকারী : হাবিবুর রহমান

বগুড়া সদর, বগুড়া।


Magazine