কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : আমি একজন ছাত্র। পড়া-লেখার পাশাপাশি প্রাইভেট পড়িয়ে কিছু টাকা জমিয়েছি। এই টাকার যাকাত দিতে হবে কি?

উত্তর : প্রাইভেট পড়িয়ে যে টাকা জমা করেছেন তা নিসাব পরিমাণ হলে এবং পুরো এক বছর অতিবাহিত হলে সেই টাকার যাকাত দিতে হবে। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার কাছে দুইশত দিরহাম থাকবে এবং তার উপর পূর্ণ এক বছর অতিবাহিত হবে এমন অবস্থায় তুমি তাতে পাঁচ দিরহাম যাকাত আদায় করবে। আর যদি তোমার কাছে বিশ দিনার থাকে এবং তার উপর পূর্ণ এক বছর অতিবাহিত হয় তাহলে তাতে অর্ধ দিনার যাকাত আদায় করবে (আবূ দাউদ, হা/১৫৭৩)। অতএব রূপা হিসেবে প্রায সত্তর হাজার এবং স্বর্ণের হিসেবে প্রায় পাঁচ লক্ষ টাকা এক বছর পরিমাণ থাকলে তাতে যাকাত দিতে হবে।

প্রশ্নকারী : শফিকুল ইসলাম, পুঠিয়া, রাজশাহী।



Magazine