কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : আমার বাসার আশেপাশে অনেক সমজিদ আছে, অল্প সময়ের ব্যবধানে অনেক মসজিদে আযান হয়। এক্ষেত্রে আযানের জবাব দিব কীভাবে?

উত্তর : যখন একই সময়ে একাধিক জায়গা থেকে আযানের ধ্বনি শুনা যাবে, তখন শ্রবণকারীর কর্তব্য হবে প্রথম যে আযান শুনেছে সে আযানের উত্তর দেওয়া। বাকী আযানের উত্তর দেওয়া তার উপর আবশ্যক নয়। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমরা আযান শুনতে পাবে, তখন মুয়াযযিন যা বলে তোমরা তাই বলো’ (ছহীহ বুখারী, হা/৬১১)। এই হাদীছে মুয়াযযিন শব্দটি একবচন ব্যবহার করা হয়েছে। এ থেকে বুঝা যায় যে, একজন মুয়াযযিনের উত্তর দিলেই যথেষ্ট হয়ে যাবে একাধিক আযানের উত্তর দেয়া জরুরী নয়। একাধিক আযানের উত্তর দেয়া শরীআতে প্রমাণিত নয়।

প্রশ্নকারী : আনছার আলী

নীলফামারী।


Magazine