উত্তর: উটের দুধ ওযূ ভঙ্গকারী বিষয়সমূহের অন্তর্ভুক্ত নয়। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় এসে অসুস্থ হয়ে যাওয়া উরায়না গোত্রের কিছু লোককে উটের দুধ ও পেশাব খাওয়ার আদেশ দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/২৩৩)। উটের দুধ যদি ওযূ ভঙ্গকারী বিষয়সমূহের অন্তর্ভুক্ত হতো, তাহলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে দিতেন (মুগনী, ১/২৪৫; আশ-শারহুল মুমতে, ১/২০৯)। আর ওযূ ভেঙে যাওয়া মর্মে যে হাদীছ উল্লেখ করা হয় তা যঈফ। হাদীছটি হলো, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা বকরির দুধ পান করার পর ওযূ করবে না এবং উটের দুধ পান করার পর ওযূ করবে’ (ইবনু মাজাহ, হা/৪৯৬)। তবে উটের গোশত খেলে ওযূ ভেঙ্গে যায় (ছহীহ মুসলিম, হা/৩৬০)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।