কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): কোনো পুরুষ শিক্ষকের কাছে কি মহিলারা ক্লাস করতে বা শিক্ষা অর্জন করতে পারবে?

ত্তর: শরীআতের সীমা ও সতর্কতা মেনে পুরুষ শিক্ষকের কাছে মহিলারা শিক্ষা অর্জন করতে পারবে, যদি ফেতনার আশঙ্কা না থাকে। যেমন- ১. শিক্ষক যেন সৎ ও ধার্মিক বলে পরিচিত হন। ২. নারীরা যেন কণ্ঠে কোমলতা বা প্রলুব্ধকর ভঙ্গি না করে কথা বলেন। ৩. শিক্ষকের সঙ্গে কথা শুধুমাত্র অ্যাকাডেমিক প্রয়োজনীয় পরিমাণেই সীমাবদ্ধ থাকবে। ৪. শিক্ষকের সঙ্গে শিক্ষাকালীন সময়ে বা পরে নারীদের একান্তে কোনো কথোপকথন করা যাবে না ইত্যাদি। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নারীরা একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলল, পুরুষেরা আপনার নিকট আমাদের চেয়ে প্রাধান্য বিস্তার করে আছে। তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন নির্ধারিত করে দিন। তিনি তাদের বিশেষ একটি দিনের অঙ্গীকার করলেন, সে দিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন, তাদের নছীহত করলেন এবং নির্দেশ দিলেন (ছহীহ বুখারী, হা/১০১; ছহীহ মুসলিম, হা/২৬৩৪)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো পুরুষ যেন কোনো (বেগানা) নারীর সাথে মাহরাম ব্যতীত একাকী না থাকে’ (ছহীহ বুখারী, হা/৪৯৩৫)।


Magazine