কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : গার্মেন্টস থেকে পোশাক চুরি করেছি সেগুলো এখন কি করবো, ফিরিয়ে দিতে গেলে চাকরি থাকবে না এবং মান হানিও হতে পারি। আর এই পোশাক পরে কি আমার ছালাত হবে?

উত্তর : গামের্ন্টসে চাকরিরত অবস্থায এভাবে কাপড় চুরি করা আত্মসাতের অন্তর্ভুক্ত। কেননা এসব মালামার কর্মচারীর কাছে আমানত হিসেবে থাকে। অতএব এসব কাপড় সম্ভবপর হলে মালিকের কাছে ফেরত দিতে হবে। আর সেটি সম্ভব না হলে অথবা ফেরত দিতে গেলে সমস্যা আশংকা থাকলে সেই পোশাকের সমমূল্য মালিকের নামে অথবা কোম্পানীর নামে ছাদাকাহ করতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোনো সৎকর্ম থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট থেকে নেওয়া হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে (ছহীহ বুখারী, হা/২৪৪৯)। এই কাজটি করার পরে যদি সেই কাপড়ে ছালাত আদায় করে তাহলে তার সেই ছালাত ছহীহ হবে।

প্রশ্নকারী  :  নাম প্রকাশ্যে অনিচ্ছুক

ঢাকা।


Magazine