কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : কথা শেষে ‘ভালো থাকেন’ বলা শিরক হবে কি?

উত্তর : কথা শেষে বা বিদায়ের সময় ‘ভালো থাকেন’ বাক্যটি বিনিময়ের মাধ্যমে শিরকে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা মানুষ নিজে নিজেই ভালো বা মন্দ থাকতে পারে না। বরং ভালো-মন্দের একমাত্র মালিক মহান আল্লাহ। উত্তম হবে সালাম দিয়ে বিদায় নেওয়া। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল বলেছেন, ‘যখন তোমাদের কেউ কোনো মজলিসে যাবে তখন সালাম দিবে। যখন সেখান উঠে আসতে চাইবে তখনও সালাম দিবে। এর প্রথমবারের সালাম দ্বিতীয়বারের সালামের চেয়ে বেশি অগ্রাধিকারযোগ্য নয়’ (আবূ দাঊদ, হা/৫২০৮; মিশকাত, হা/৪৬৬০)। তবে এভাবে বলা যায় যে, ‘আল্লাহ আপনাকে ভালো রাখুন’।

প্রশ্নকারী : শোয়াইব

কাতলাসেন, ময়মনসিংহ।


Magazine