কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): আমি যাকে টাকা ধার দিচ্ছি, আমি জানি সে ধারে টাকা নিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করবে। তাহলে কি এ ধরনের লোককে আমি ধার দিলে আমার পাপ হবে?

উত্তর: সূদ ভিত্তিক লেনদেন হারাম। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন’ (আল-বাকারা, ২/২৭৫)। আর হারাম কাজে সহযোগিতা করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘নেককাজ ও তাক্বওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না’ (আল-মায়েদা, ৫/২)। সুতরাং এরূপ অবস্থায় তাকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকাই ভালো।

প্রশ্নকারী : কামাল হোসেন

কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।

Magazine