উত্তর : এটা রাসূলের কোনো হাদীছ নয় এবং কোনো ছাহাবী ও তাবেঈর আছারও নয়। বরং তা শীআদের লিখিত কিতাব ‘মান লা ইয়াহযুরুহুল ফক্বীহু’-এ বর্ণিত একটি মিথ্যা ও বানোয়াট হাদীছ মাত্র। এই বানোয়াট হাদীছটি সুনানের কোনো গ্রন্থেও উল্লেখ নেই। এই হাদীছের বর্ণনাকারীদ্বয় হলো- হাম্মাদ ইবনু আমর ও আনাস। যারা অপরিচিত (‘মান লা ইয়াহযুরুহুল ফক্বীহু’পৃ. ১/৫৩৬; মুজামু রিজালিল হাদীছ পৃ.৭/২৩৫)।
প্রশ্নকারী : আবিদা সুলতানা
বিরামপুর, দিনাজপুর।