কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : আমার স্বামী সূদী ব্যাংকে চাকুরী করে। আমাকে হাত খরচের যে টাকা দেয় তা থেকে দান করলে আমার কি ছওয়াব হবে অথবা অন্যান্য ইবাদত কি কবুল হবে? আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে এ চাকুরী ছাড়বে না। আমার করণীয় কি?

উত্তর: স্বামীর সম্পদ স্ত্রীর নিকট আমানত। সে যদি তাতে সীমালঙ্ঘন করে, তাহলে তাকে জবাবদিহি করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নারী তার স্বামীর বাড়ির দায়িত্বশীল তাকে সে বিষয়ে জিজ্ঞাসা করা হবে’ (ছহীহ বুখারী, হা/৮৫৩)। তবে, স্ত্রী স্বামীকে না বলে পরিমাণ মত দান করতে পারে। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘স্ত্রী তার স্বামীর খাদ্য সামগ্রী হতে বিপর্যয়ের উদ্দেশ্য ব্যতীত ছাদাক্বা করলে সে ছাদাক্বা করার ছওয়াব পাবে, উপার্জন করার কারণে স্বামীও এর ছওয়াব পাবে...(ছহীহ বুখারী, হা/১৪৩৭)। তবে, সম্পদ হারাম হলে তা আল্লাহর নিকট কবুল হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় আল্লাহ পবিত্র আর পবিত্র ছাড়া তিনি কবুল করেন না’ (ছহীহ মুসলিম, হা/১৫০০)। এক্ষণে স্ত্রীর কর্তব্য হল স্বামীকে বোঝানো। যদি সে না বোঝে তাহলে এর জন্য স্বামী পাপী হবে। মহান আল্লাহ বলেন, ‘কেউ কারও পাপের বোঝা বহন করবে না’ (আল-আনআম, ৬/১৬৪)।

প্রশ্নকারী : লুৎফা আক্তার

মীরের বেতকা, টাংগাইল।

 

Magazine