কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : কোনো মুছল্লীর দু‘আ কুনূত জানা না থাকলে জামাআতে ইমাম যখন কুনূত পড়বেন তখন তার করণীয় কী?

উত্তর : যার দু‘আ কুনূত মুখস্থ নেই সে তা মুখস্থ করার চেষ্টা করবে। তবে বিতর পড়লেই যে দু‘আ কুনূত পড়তে হবে একথা ঠিক নয়। কেননা দু‘আ কুনূত ছাড়াও বিতর ছালাত পড়া যায়। তাছাড়া নিয়মিত দু‘আ কুনূত পড়া বিদআত। আবূ মালেক আল-আশজাঈ রহিমাহুল্লাহ বলেন, আমি আমার পিতাকে বললাম, আপনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর, উমার, উছমান এবং এখানে কূফায় প্রায় পাঁচ বৎসরকাল আলী রযিয়াল্লাহু আনহু-এর পিছনে ছালাত আদায় করেছেন। তাঁরা কি কুনূত পড়েছেন? তিনি বললেন, হে বৎস! এটা নতুন আবিষ্কৃত (তিরমিযী, হা/৪০২; নাসাঈ, হা/১০৮০; ইবনু মাজাহ, হা/১২৪১; মিশকাত, হা/১২৯২)। 

প্রশ্নকারী : ইমরুজ হোসেন

ঠাকুরগাঁও সদর।


Magazine