উত্তর: পুরুষদের জন্য সাজসজ্জা হিসেবে তার পৌরুষত্বই যথেষ্ট। স্বাভাবিক পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া প্রত্যেক ঈমানদারের কর্তব্য। তবে মেয়েদের মতো মাত্রাতিরিক্ত সাজসজ্জা গ্রহণ করা কখনোই জায়েয নয়। মাত্রাতিরিক্ত সাজসজ্জা মানুষের পৌরুষত্বকে নষ্ট করে দেয়, মেয়েলী স্বভাব তৈরি হয়, যা সম্পূর্ণ হারাম। এক ব্যক্তি ফাযালাহ ইবনু উবাইদের মাথার চুল উশকোখুশকো দেখে তাকে জিজ্ঞেস করলে তিনি রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাত্রাতিরিক্ত সাজসজ্জা করতে নিষেধ করেছেন (আবূ দাঊদ, হা/৪১৬০)। সুতরাং পুরুষদের জন্য রঙিন চশমা ব্যবহার করা থেকে দূরে থাকা উচিত। আর নারীদেরকে আকৃষ্ট করার জন্য চশমা ব্যবহার করলে তা হবে নিঃসন্দেহে শয়তানের কাজ।
প্রশ্নকারী : সাকিব আলম
মঠবাড়ীয়া, পিরোজপুর।