কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : রুকূ ও সিজদার তাসবীহ কি বিজোড় সংখ্যক পড়তে হবে?

উত্তর : রুকু ও সিজদায় যতবার ইচ্ছা তাসবীহ পড়া যাবে জোড়-বেজোড়ের কোনো হিসাব নেই। তবে তিনবার পড়া সুন্নাত এবং একবার পড়া জরুরী। হুযায়ফা রাযিয়াল্লাহু আনহু বলেন, তিনি এক রাতে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ছালাত আদায় করতে দেখেন। এ সময় তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার,আল্লাহু আকবার বলে যুল মালাকূতি ওয়াল জাবারূতি ওয়াল কিবরিয়া-ই ওয়াল আযমাতি পাঠ করেন। অতপর তিনি সূরা বাক্বারা পড়া শুরু করেন। তারপর তিনি রুকু করেন। তিনি দাঁড়িয়ে ছিলেন যতক্ষণ প্রায় রুকু করলেন ততক্ষণ। তিনি রুকুতে ‘সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম’ পাঠ করেন। অতঃপর তিনি রুকু থেকে উঠে দাড়িয়ে থাকলেন প্রায় ততক্ষণ রুকুতে ছিলেন যতক্ষণ। এ সময় তিনি ‘লি রব্বিয়াল হামদ’ পাঠ করেন। এরপর তিনি সিজদায় যান। সিজদায় তিনি প্রায় ততক্ষণ ছিলেন দাঁড়িয়ে ছিলেন যতক্ষণ। তিনি সিজদায় ‘সুবাহানা রব্বিয়াল আলা’ পাঠ করেন’... (আবূ দাঊদ, হা/৮৭৪; ছহীহ মুসলিম, হা/৭৭২; নাসাঈ)। হুযাযফা ইবনু ইয়ামান রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রুকুতে তিনবার ‘সুবাহানা রব্বিয়াল আযীম’ এবং সিজদায় ‘সুবহানা রব্বিয়াল আলা’ পড়তে শুনেছেন (ইবনু মাজাহ, হা/৮৮৮)।

প্রশ্নকারী : ড. গোলাম মোর্তুজা

পদ্মা আবাসিক, রাজশাহী।


Magazine