কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : মৃত ব্যক্তির নামে কুরবানী দেওয়া যাবে কি?

উত্তর : মৃত ব্যক্তির নামে পৃথক কুরবানী দেওয়া শরীআতসম্মত নয়। কেননা তা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা, কর্ম বা সম্মতি কোনোটির দ্বারা সাব্যস্ত হয়নি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর জীবদ্দশাতেই ফাতেমা রযিয়াল্লাহু আনহা ছাড়া তার সকল সন্তান, দুই স্ত্রী খাদীজা ও যায়নাব বিনতে খুযায়মা রযিয়াল্লাহু আনহা এবং চাচা হামযা রযিয়াল্লাহু আনহু প্রমুখ মৃত্যুবরণ করেছিলেন। অথচ তিনি তাদের কারও পক্ষ থেকেই কুরবানী করেননি। তাছাড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর জীবদ্দশায় কোনো ছাহাবী কাছের কিংবা দূরের কোনো মৃতের নামে কুরবানী করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায় না (মাজমূ‘ ফাতাওয়া শায়খ উছায়মীন, ১৭/২৬৭)। সুতরাং মৃতব্যক্তির নামে কুরবানী করা থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নকারী : আব্দুছ ছামাদ

ডুমুরিয়া, খুলনা।

Magazine