কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : বসবাসের জন্য তৈরিকৃত বাড়ি যদি প্রয়োজনের তাগিদে ভাড়া দেওয়া হয় তাহলে ঐ বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত অর্থের যাকাত দিতে হবে কি?

উত্তর : বসবাসের জন্য তৈরিকৃত বাড়ির উপর কোনো যাকাত নেই। তবে যদি বাড়ি ভাড়া দেওয়া হয় এবং তা হতে উপার্জিত অর্থ নেসাব পরিমাণ হয় এবং উক্ত নেসাবের উপর পূর্ণ এক বছর অতিক্রম করে, তাহলে সেই বাড়ি হতে উপার্জিত ভাড়ার টাকায় শতকরা ২.৫ ভাগ হারে যাকাত আদায় করতে হবে। কেননা যেকোনো বৈধ উপায়ে উপার্জিত অর্থ যদি নেসাব পরিমাণ হয় তাহলে সেই অর্থেই যাকাত ফরয (আবূ দাঊদ, হা/১৫৭৩; বুলূগুল মারাম, হা/৪৮৭ ছহীহ সনদে; ফতওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন নং ৩৭০)। উল্লেখ্য যে, এক্ষেত্রে ভাড়া হতে উপার্জিত অর্থ ও নিজের জমাকৃত টাকাসহ যদি যাকাত পরিমাণ হয় তাহলে সব টাকা হিসাব করে যাকাত প্রদান করতে হবে।

প্রশ্নকারী : ফারহান সাদিক রাফিদ

২৪৩/৬, নিমতলা, রায়ের বাজার, ধানমন্ডি-১৫, ঢাকা-১২০৯।


Magazine