উত্তর: যাবে, পেটে বাচ্চা থাকা অবস্থায় পশু যবেহ করা ও তার গোশত খাওয়াতে শরীআতে কোনো বাধা নেই। এমনকি রুচি হলে পেটের বাচ্চাও খেতে পারে। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমরা উটনী, গাভী ও ছাগী যবেহ করি এবং কখনো কখনো আমরা তার পেটে বাচ্চা পাই। আমরা ঐ বাচ্চা ফেলে দিব, না খাব? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমাদের ইচ্ছা হলে খাও। কারণ বাচ্চার মাকে যবেহ করা বাচ্চাকে যবেহ করার শামিল’ (আবূ দাঊদ, হা/২৮২৭)।
প্রশ্নকারী : মো. হায়াদুল ইসলাম
চিরিরবন্দর, দিনাজপুর।
 
                             
                        
 
        
    