উত্তর : যে দেশে ইফতার করবে সে দেশের সময় অনুযায়ী ইফতার করতে হবে এবং তাদের সাথে করতে হবে। কেননা সূর্যাস্ত যাওয়ার সাথে সাথেই ছিয়াম পালনকারীকে ইফতার করতে হবে। তিনি যেখানেই অবস্থান করুক না কেন। এজন্য নিজ দেশের সময়ের অপেক্ষা করা যাবে না। উমার ইবনু খাত্ত্বাব রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন ওদিক (পূর্ব) হতে রাতের আগমন ঘটে; আর এদিক (পশ্চিম) দিক হতে দিন প্রস্থান করে এবং সূর্য অস্ত যায়, তখন ছিয়াম পালনকারী ইফতার করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৪; ছহীহ মুসলিম, হা/১১০০; মুসনাদে আহমাদ, ৩৩৮; মিশকাত, হা/১৯৮৫)। তবে ঈদ করতে গিয়ে যদি ছিয়াম ২৯টির কম হয় তাহলে পরে কোনো সময় ক্বাযা আদায় করে নিতে হবে (ফিক্বহুস সুন্নাহ, পৃ. ৫৮৮)।
-আকরাম
শেরপুর, বগুড়া।