কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : একজন বড় আলেম ও সাধারণ ব্যক্তির জানাযার ছালাতে অংশগ্রহণের ক্ষেত্রে নেকীর কোনো তারতম্য আছে কি?

উত্তর : না, একজন বড় আলেম ও সাধারণ ব্যক্তির জানাযার ছালাতে অংশগ্রহণের ক্ষেত্রে নেকীর কোনো তারতম্য নেই। কেননা মৃত ব্যক্তির জানাযায় শরীক হলেই এক ক্বীরাত বা উহুদ পাহাড় সমপরিমাণ এবং ছালাত ও দাফন উভয় কার্য সম্পাদনকারী দুই ক্বীরাত বা দুই উহুদ পাহাড় সমপরিমাণ নেকী পেয়ে থাকেন। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সাথে ও ছওয়াবের আশায় কোনো মুসলিমের জানাযায় অংশগ্রহণ করে এবং ছালাত ও দাফনকার্য শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করে, সে দুই ক্বীরাত নেকী নিয়ে ফিরে আসে। আর প্রত্যেক ক্বীরাত নেকীর পরিমাণ উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি শুধু ছালাত পড়ে ফিরে আসে, সে এক ক্বীরাত নেকী নিয়ে ফিরে আসে (ছহীহ বুখারী, হা/৪৭)। অন্য বর্ণনায় আছে, দুই ক্বীরাত হলো দুটি বড় পাহাড় সমপরিমাণ নেকী (ছহীহ বুখারী, হা/১৩২৫; ছহীহ মুসলিম, হা/৯৪৫)।

প্রশ্নকারী : তানজীলুর রহমান

জামালপুর।


Magazine