উত্তর : বিয়ের সাথে নাকফুলের কোনো সম্পর্ক নেই। কাজেই বিয়ের পূর্বে বা পরে যেকোনো সময়ে মেয়েরা নাকফুল পরতে পারে। না পরলেও তাতে কোনো দোষ বা পাপ হবে না। তবে বিয়ের পরে স্বামীকে খুশি করার জন্য তারা নাকফুল পরে সাজসজ্জা করতে পারে। উল্লেখ্য যে, আমাদের সমাজে স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীর নাকফুল খুলে নেওয়া হয়। এই রেওয়ায অনেকটা বাড়াবাড়ি পর্যায়ের হয়ে যায়। এটি তেমন কোনো সৌন্দর্য প্রকাশক অলংকার নয়। বরং স্বাভাবিক সৌন্দর্যের মধ্যে পড়ে, যা গ্রহণীয়। তাছাড়া এটি সামাজিক কুসংষ্কার।
প্রশ্নকারী : তাসনীম, বগুড়া