কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : আমার একটি ছাগলের খামার আছে। ছাগলের খাবারের জন্য ফসল উঠার সময়েগম ও ভুট্টা কিনে রাখতে হয়। খামারের জন্য বছরে লাগে ২০ মণ। আমি যদি ১০০মণ কিনে রাখি বাকি ৮০ মণ দাম বাড়লে বিক্রি করব। এতে কি পাপ হবে?

উত্তর : বাজারে কৃত্রিম সংকট তথা সিন্ডিকেট তৈরি উদ্দেশ্য না হলে এবং বাজারে চাহিদা পরিমাণ পণ্য মজুদ থাকলে সাময়িকভাবে পণ্য গুদামজাত করণে কোনো সমস্যা নেই। বরং এমন গুদামজাতের ফলে খাদ্য সংকটের সময় মানুষ সহজে পণ্য হাতে পেয়ে থাকে। সুতরাং এমন উদ্যোগ প্রশংসনীয়। (আল-মুগনী, ‘ইবনু ক্বুদামা’, ৬/৩১৭)। আর সাময়িকভাবে এক বছরের জন্য খাদ্য মজুদ করা যায়। উমার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, كَانَ يَبِيعُ نَخْلَ بَنِى النَّضِيرِ ، وَيَحْبِسُ لأَهْلِهِ قُوتَ سَنَتِهِمْ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাযীরের খেজুর বিক্রি করতেন এবং তার পরিবারের জন্য এক বছরের খাদ্য জোগাড় করে রাখতেন (ছহীহ বুখারী, হা/৫৩৫৭)। তবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে, পণ্যের মূল্য আকাশ চুম্বি করার লক্ষ্যে পণ্য গুদামজাত করা হারাম এবং অভিসাপের কাজ। সুতরাং এমন উদ্দেশ্যে খাদ্য গুদামজাত করা যাবে না। মা’মার রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘গুনাহগার ছাড়া কেউ পণ্য গুদামজাত করে না’ (ছহীহ মুসলিম, হা/১৬০৫)।

প্রশ্নকারী : মহিদুল ইসলাম

বিসমিল্লাহ গোট ফার্ম, যশোর।


Magazine