কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : যাকাতের সম্পূর্ণ টাকা কি গরীব নিকটাত্মীয়কে দেওয়া যাবে?

উত্তর : আত্মীয়-স্বজন যদি নিঃস্ব হয় এবং ওশর-যাকাতের হক্বদার হয়, তাহলে তাদেরকে যাকাতের সম্পূর্ণ টাকা দেওয়া যাবে। একদা এক আনছারী মহিলা এবং আব্দুল্লাহ ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু-এর স্ত্রী যয়নাব বেলাল রযিয়াল্লাহু আনহু-এর মাধ্যমে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে জিজ্ঞেস করেন যে, তাদের স্বামীদের প্রতি এবং স্বামীদের পোষ্য ইয়াতীমদের প্রতি যাকাত দিলে এটা তাদের পক্ষে যথেষ্ট হবে কি? উত্তরে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তাদের জন্য দ্বিগুণ নেকী রয়েছে। আত্মীয়তার নেকী এবং দানের নেকী’ (ছহীহ বুখারী, হা/১৪৬৬; ছহীহ মুসলিম, হা/১০০০; মিশকাত, হা/১৯৩৪)। কারণ আল্লাহ তাআলা আট শ্রেণির লোককে দেওয়ার আদেশ করেননি; বরং আট শ্রেণির লোক এই সম্পদের হক্বদার বলে উল্লেখ করেছেন (আত-তওবাহ, ৯/৬০)। অতএব যখন যেখানে যতজন হক্বদার থাকবে, তাদের হক্বের পরিমাণ বিবেচনা করে প্রদান করতে হবে। সবাইকে সমান দেওয়াও আবশ্যক নয়। প্রয়োজনে কোনো হক্বদারকে বাদ দিয়ে গুরুত্ব বিবেচনা করে অন্যকে সম্পূর্ণ মাল দেওয়া যেতে পারে।

প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম

গাজীপুর সদর।


Magazine