কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : আমি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকরি করি। সেখানে আমাকে হিন্দু, বৌদ্ধওখ্রিষ্টান ধর্মের প্রশ্নপত্র কম্পোজ করতে হয়। এতে কি আমার কোনো গুনাহ হবে?

উত্তর : ইসলাম ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মগ্রন্থসমূহ বর্তমানে বিকৃত ও মানবরচিত যা শিরকী আক্বীদায় পরিপূর্ণ। তাদের ধর্মগ্রন্থ বা সাহিত্য চর্চার মাধ্যমে মূলত শিরকী আক্বীদারই প্রচার-প্রসার ঘটানো হয়। সুতরাং ঐ সকল ধর্মের প্রশ্নপত্র কম্পোজ করলে ও তাতে সহযোগিতা করলে শিরকের কাজে সহযোগিতা করা হবে, যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিনি বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো; পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

-রবিউল ইসলাম

শেরপুর, বগুড়া।

Magazine