কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): আমি একজন মেয়ে। আমি আমার ভাইয়ের দুধ সম্পর্কের বাবা বা ভাই এর সাথে দেখা করতে পারব কি?

উত্তর: ভাইয়ের দুধ সম্পর্কের বাবা বা ভাই মাহরাম বিবেচিত হবে না। আত্মীয়তার সম্পর্কের কারণে যাদেরকে বিয়ে করা হারাম, দুধ সম্পর্কের কারণেও তাদেরকে বিয়ে করা হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জন্মসূত্রের কারণে যাদের সাথে বিবাহ হারাম, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে বিবাহ হারাম’ (ছহীহ মুসলিম, হা/১৪৪৪)। তবে কোনো মহিলা তার ভাইয়ের দুধ সম্পর্কের বাবা বা ভাই তার জন্য মাহরাম বিবেচিত হবে না। কেননা দুধ সম্পর্ক স্থাপিত হয়েছে আপনার ভাইয়ের সাথে; আপনার সাথে নয়।

প্রশ্নকারী : রোকসানা আফরিন

কীত্তনখোলা, সখিপুর, টাংগাইল।


Magazine